শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সিরিয়ার যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এ কথা নিশ্চিত করেছেন। একসময়ে জোটবদ্ধ এ দুই রাষ্ট্রের মধ্যে ৫’শ কি.মি বেশি অভিন্ন সীমান্ত রয়েছে।
কিন্তু সিরিয়া সরকার এটাকে তুরস্কের আগ্রাসন বলে উল্লেখ দাবি করেছে। প্লেনটি সিরিয়া সীমান্তের ভেতরে থাকার পরও তুরস্ক বাড়াবাড়ি করেছে বলে তারা জানায়। সীমান্তের এমন একটি এলাকায় এ ঘটনা ঘটেছে যেখানে সিরিয়ার সরকারি বাহিনী ও বিরোধীরা সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে যুদ্ধ করছে।
দেশটির প্রধানমন্ত্রী বলেন, সিরিয়ান প্লেন আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর কঠিন জবাব দেওয়া হয়েছে। এদিকে রোববার একটি ৠালিতে অংশ নিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী এ ঘটনার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেছেন।