ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে রাজধানীতে তিন ‘ব্লগারকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর ফার্মগেট, মণিপুরিপাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পলাশী এলাকা থেকে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে ধর্ম নিয়ে অবমাননাকর লেখার অভিযোগ রয়েছে। ব্লগারদের কাছ থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মশিউর রহমান বিপ্লব (ব্লগার নাম আল্লামা শয়তান), রাসেল পারভেজ (ব্লগার নাম অপবাঘ) ও সুব্রত শুভ (ব্লগার নাম লালু কসাই)।
জানা যায়, রাসেল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। মশিউর রহমান ও রাসেল পারভেজ চাকরিজীবী। ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার। ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।
Leave a Reply