শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪

নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ সন্ধানে অঞ্চল পরিবর্তন

নিখোঁজ উড়োজাহাজের ধ্বংসাবশেষ সন্ধানে অঞ্চল পরিবর্তন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: বহুল আলোচিত মালয়েশিয়ার নিখোঁজ হওয়া ফ্লাইট এমএইচ ৩৭০ এর ধ্বংসাবশেষ সন্ধান অভিযানের অঞ্চলে পরিবর্তন এসেছে। মালয়েশিয়ার কাছ থেকে অস্ট্রেলিয়া নতুন রাডার তথ্য পাওয়ার পর পূর্বের অঞ্চল থেকে এক হাজার ১০০ কিলোমিটার উত্তরে সন্ধান অভিযানে নামা হয়েছে।দক্ষিণ ভারত মহাসাগরের আগের ধারণা করা অঞ্চল থেকে নতুন সন্ধান অভিযান অঞ্চলের দূরত্ব লন্ডন থেকে বার্লিনের চেয়েও অনেক বেশি।

রাডারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিখোঁজ উড়োজাহাজটি ধারণার চেয়ে বেশি গতিতে উড়েছে, তাড়াতাড়ি জ্বালানি শেষ করতেই দ্রুত গতিতে উড়েছে।নতুন সন্ধান অঞ্চল আগের ধারণা করা অঞ্চলের চেয়ে বড় হলেও এটি অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলীয় বন্দর শহর পার্থের নিকটবর্তী। পার্থ থেকে এক হাজার ৮৫০ কিলোমিটার দূরের নতুন এ অঞ্চল ৩ লাক ১৯ হাজার বর্গ কিলোমিটার বা পোলান্ডের আয়তনের প্রায় সমান। এক সপ্তাহেরও বেশি সময় ধরে পার্থ থেকে দক্ষিণ-পশ্চিমে ২ হাজার ৫০০ কিলোমিটার দূরে উড়োজাহাজের ধ্বংসাবশেষের সন্ধানে জাহাজ ও উড়োজাহাজ অভিযানে নেমেছে। শুক্রবার ১০টি উড়োজাহাজের সন্ধান অভিযানের গতিপথ পরিবর্তন করা হয়।

অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, সন্ধান অভিযানে অঞ্চলে পরিবর্তন আনা হয়েছে দক্ষিণ চীন সাগর ও মালাক্কা প্রণালী মধ্যকার রাডার তথ্য বিশ্লেষণ করে। রাডারের তথ্য দেখা যায, কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি পশ্চিমে বড় ধরনের মোড় নিয়েছে। ৮ মার্চ ১৪ দেশের ২৩৯ নাগরিকবাহী মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইটটি বেইজিংয়ের উদ্দেশে কুয়ালালামপুর ছেড়ে যাওয়ার ঘটনা খানেকের মধ্যে রাডার থেকে হারিয়ে যায়। তিন সপ্তাহ ধরে নানা গুজব, শঙ্কার পর চলতি সপ্তাহে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, উড়োজাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরের কোথাও বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কেউ বেঁচে নেই।

অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা কর্তৃপক্ষ (এএমএসএ) জানিয়েছে, অস্ট্রেলীয় জিওস্পাশিয়াল-ইনটেলিজেন্স ‍অরগানাইজেশন স্যাটেলাইট ঘুরিয়ে নতুন অঞ্চলের দিকে নজর দিচ্ছে।১০টি উড়োজাহাজ নতুন অঞ্চলে সন্ধান অভিযানে গেলেও অস্ট্রেলিয়া ও চীনা জাহাজগুলো উত্তরের ওই অঞ্চলে যেতে বেশ সময় লাগবে। শনিবার সকালেও সেখানে পৌঁছাতে পারবে না অস্ট্রেলীয় জাহাজ এইচএমএএস সাকসেস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024