সরকার ঘোষণা দিযেছিল দুই টাকার নতুন সরকারি নোট শিঘ্রই আসছে বাজারে। সরকারী ঘোষণা মতে আজ ৩ এপ্রিল বুধবার থেকে বাজারে পাওয়া যাবে নতুন এই দুই টাকার নোট।
অর্থ সচিব ফজলে কবির স্বাক্ষরিত নতুন এই দুই টাকার নোটের রং, জলছাপ, নিরাপত্তা সুতা, নকশা, আকার ইত্যাদি বর্তমানে প্রচলিত দুই টাকার নোটের মত বলে জানা গেছে।
প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরবর্তীতে এগুলো বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও জনসাধারণের জন্য ছাড়া হবে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত সূত্র মতে, ইস্যুকৃত নতুন দুই টাকা নোট এবং বর্তমানে দেশে প্রচলিত সকল দুই টাকা নোট লিগ্যাল টেন্ডার হিসেবে চালু থাকবে।
Leave a Reply