সফটওয়্যার জায়ান্ট মাইক্রোফট নির্মিত প্রথম ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ২৫ অক্টোবর উইন্ডোজ ৮ সমর্থিত ‘সারফেস ট্যাবলেট’ উন্মোচন করবে তারা। তবে সারফেসের পাশাপাশি একই দিনে বহুল আলোচিত অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ ৮’ ছাড়ছে মাইক্রোসফট। টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অবমুক্তি-পরবর্তী দিন থেকেই যুক্তরাজ্যে বিক্রি শুরু হবে উইন্ডোজ। পাশাপাশি কেনা যাবে সারফেস ট্যাব। উইন্ডোজ ৮ হবে মাইক্রোসফটের ইতিহাসে বিগত ২০ বছরের মধ্যে সবচেয়ে যুগান্তকারী পণ্য। উইন্ডোজ ৮ হবে ডুয়াল অপারেটিং সিস্টেম সুবিধা সংবলিত। ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারে উইন্ডোজ ৮ সমান পারদর্শিতা দেখাতে পারবে। পুরোপুরি উইন্ডোজ ৮ নির্ভর সারফেট ট্যাবলেট সহজেই অ্যাপলের আইপ্যাড এবং উইন্ডোজ ৭ চালিত যে কোনো ট্যাবলেটের বিকল্প হিসেবে বাজারে নিজস্ব অবস্থান তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সারফেস উন্মোচনের মধ্যে দিয়ে ট্যাবলেট বাণিজ্যের সবচেয়ে বড় জায়ান্ট অ্যাপল এবং গুগলের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা তৈরি হবে বলে আশাবাদী মাইক্রোসফট। আপাতত দুটি আলাদা মডেলের সারফেস ট্যাবলেট বাজারে আসবে। উভয় মডেলে থাকবে ১০.৬ ইঞ্চির এইচডি ডিসপ্লে। যদিও এখনও সারফেস ট্যাবলেটের আনুষ্ঠানিক কোনো দাম ঘোষণা করেনি মাইক্রোসফট। তবে অপেক্ষাকৃত সাশ্রয়ী হবে সারফেস।
Leave a Reply