ফেইসবুক প্রেমিকের জন্য দারুন এক সুখবর আনতে যাচ্ছে বিশ্বের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। সবাইকে অবাক করে দিয়ে খুব শিঘ্রই আসছে ফেইসবুক ফোন। এমন খবর পুরো বিশ্বে খুব ঝড় তুলেছে। বিষয়টি শুধুই গুজব না সত্যি, এ নিয়ে প্রযুক্তিবিশ্বে চলছে জল্পনা-কল্পনা।
৪ এপ্রিল নিজেদের সদর দপ্তরে ‘অ্যানড্রয়েড’ বিষয়ক অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ। আর সেখান থেকেই সূত্রপাত ঘটনার। কিছুটা হলেও এরকম একটা অস্বপষ্ট আভাস পাওয়া গেছে।
প্রযুক্তিনির্ভর সংবাদের ওয়েসবাইট টেক ক্রাঞ্চের মতে, অনুষ্ঠানে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর বেশ কিছু নতুন অ্যাপ্লিকেশন বাজারে আনবে ফেইসবুক। তবে অনেকের ধারণা, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে ফেইসবুক। আর এই স্মার্টফোন তৈরি করবে এইচটিসি। তবে ফেইসবুক কর্তৃপক্ষ যেন মুখে কুলুপ এঁটেছে। কিছুই বলতে নারাজ তারা।
প্রযুক্তিবিদদের মতে, খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না ফেইসবুক প্রেমিদের তাদের আকাংকিত এই আধুনিক তথ্য মাধ্যমের জন্য।
Leave a Reply