সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৩

সন্তান প্রসব করেই পরীক্ষায় অংশগ্রহণ

সন্তান প্রসব করেই পরীক্ষায় অংশগ্রহণ

/ ১৬৬
প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু ডেস্ক: ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রী মাহমুদা বেগম নামের এক এইচএসসি পরীক্ষার্থী সন্তান প্রসবের ২০ মিনিট পর পরীক্ষায় অংশগ্রহন করেন। কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ পরীক্ষা কেন্দ্রের এইচএসসি পরীক্ষার্থী মাহমুদা বেগম বুধবার সকাল ১০:১০ মিনিটে কটিয়াদী সদর পশ্চিমপাড়াস্থ পিত্রালয়ে সন্তান প্রসবের ২০ মিনিট পর বাংলা ২য়পত্র বিপরীক্ষা কেন্দ্রে ছুটে যান। ষয়ের পরীক্ষায় অংশগ্রহন করে। তার বোর্ড রোল নং ৫৯৬৭৩৭। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, মঙ্গলবার রাতে প্রসব ব্যথা উঠে মাহমুদার এবং  সকাল ১০:১০ মিনিটে একটি কন্যা সন্তান প্রসব করেন মাহমুদা। বাড়ীর সকলের নিষেধ অমান্য করে  ১০:৩০ মিনিটে সে পরীক্ষা কেন্দ্রে চলে আসে এবং যথারীতি পরীক্ষায় অংশ গ্রহণ করে।

সদ্য প্রসূতী মা মাহমুদা বেগমের পরীক্ষায় অংশগ্রহণের খবর পেয়ে এবং এমন প্রতিকুল অবস্থায় পরীক্ষার প্রতি অদম্য আগ্রহ দেখে তাকে ধন্যবাদ জানাতে এবং খোঁজ খবর নিতে পরীক্ষা কেন্দ্রে ছুটে যান কটিয়াদী কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম গোলাম কিবরিয়া ও উপজেলা নির্বাহী অফিসার ফারাহ গুল নিঝুম. উপস্থিত সকলে বলেন,  সে একদিন সফলতার চুড়ান্ত শিখড়ে পৌঁছবে।

ভেন্যু কেন্দ্রের সচিব অধ্যক্ষ শামীমা সুলতানা ঘটনার পর খুশিতে উপস্থিত শিক্ষকগণকে মিষ্টি মুখ করান। এবং তার সফলতা কামনা করেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2023