রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩

খুদে চিত্রাঙ্কন শিল্পীদের মিলনমেলা

খুদে চিত্রাঙ্কন শিল্পীদের মিলনমেলা

৬ই অক্টোবর বৃটিশ কাউন্সিল ফুলার রোড, ঢাকায় ‘খুদে চিত্রাঙ্কন শিল্পীদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। সদ্য সমাপ্ত অলিম্পিক উন্মাদনা এবং খেলাধুলার গুরুত্ব শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে বৃটিশ কাউন্সিল। ‘অলিম্পিক দেখ ছবি আঁক’ এই স্লোগান নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতা দুটি পর্বে বিভক্ত। প্রথমিক পর্বে দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুদে আঁকিয়েরা তাদের চিত্রকর্মটি ঢাকার বৃটিশ কাউন্সিলে পাঠায়। দেশবরেণ্য চিত্রশিল্পী হাসেম খান ও তার সহকারীরা প্রায় দেড় হাজার ছবির মধ্যে প্রতি গ্রুপ থেকে ৩০ জন করে মোট ৯০ জনকে ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করেন। চূড়ান্ত প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে প্রথম তিন জন করে মোট নয়জনকে সার্টিফিকেট, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগীকে সার্টিফিকেট প্রদান করা হয়। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন দেশ বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান, ডিরেক্টর জেনারেল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন্স কর্নেল (অব.) এম ওয়ালিউল্যাহ এবং বৃটিশ কাউন্সিল রিসোর্স সেন্টার ম্যানেজার সারওয়াত মাসুদা রেজা। সম্পূর্ণ আয়োজনটির ইভেন্ট সহযোগিতায় রয়েছে জার্নি কমিউনিকেশনস।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024