শীর্ষবিন্দু নিউজ: রেমিটেন্স বাড়ার পাশাপাশি আমদানি কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ২ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছেছে। এই প্রথম বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ২০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান।
গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ নিয়ে বিকালে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, সদ্য শেষ হওয়া মার্চ মাসে ১২৭ কোটি ৩৩ লাখ ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা এ যাবৎকালে দেশে আসা তৃতীয় সর্বোচ্চ।