বিদেশ জুড়ে ডেস্ক: আগামী পাঁচ সপ্তাহের মধ্যে পাকিস্তান পাল্টে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা ইমরান খান। শুক্রবার লাহোরে স্বেচ্ছাসেবকদের এক সম্মেলনে তিনি বলেন, আসন্ন জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে তার দল যদি জিততে পারে তাহলে পাকিস্তানে এ পরির্বতন দেখা যাবে।
শুক্রবার লাহোরে আয়োজিত এ সম্মেলনে তিনি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে আমরা আমাদেরকে প্রমাণ করব যে, পিটিআই একটি ভিন্ন ধরনের দল। আমরা যখন ক্ষমতায় আসব তখন কঠিন জবাবদিহিতা গড়ে তুলব। কোনো পরাশক্তির কাছে আমরা মাথা নত করব না। তবে তার আগে জনগণকে আসন্ন নির্বাচনে দুর্নীতিবাজ রাজনীতিকদের প্রত্যাখ্যান করতে হবে।
অভিযোগ করে তিনি আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি এই দু’টি বড় দল ব্যক্তিগত সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। জনগণের সেবার জন্য যা মোটেও কাম্য নয়। আগামী নির্বাচনে আমার যতি সরকার গঠন করতে পারি তাহলে কঠোর জবাবদিতার মাধ্যমে জনগণের আস্তার প্রতিফলন ঘটাবো।
Leave a Reply