জনপ্রিয় হলিউড সেলিব্রিটি ও একই সঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি পাকিস্তানি টিনএজ কিশোরী মালালা ইউসুফজাইয়ের প্রশংসায় পঞ্চমুখ। পাকিস্তানে নারী শিক্ষা প্রসারে মালালার নতুন তহবিলে ২ লাখ ডলারও অনুদান দিয়েছেন জোলি।
এদিকে জোলির কাছ থেকে অর্থ অনুদান পাওয়ার পর ১৫ বছর বয়সী মালালা এক ঘোষণায় বলেছে, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। সে জানায়, পাকিস্তানে ৪০টি মেয়ে শিশুর জন্য একটি নতুন বিদ্যালয় নির্মাণ করা হবে। উচ্ছ্বসিত মালালা বলে, আসুন আমরা ৪০টি মেয়ের শিক্ষার সুবিধাকে ৪ কোটিতে পরিণত করি।
মালালার ওপর হামলাকারীদের সম্পর্কে জোলি বলছিলেন, তারা মালালার মাথায় খুব কাছ থেকে গুলি করে তাকে আরও বলীয়ান করেছে। তার কণ্ঠকে থামিয়ে দেয়ার বর্বরোচিত প্রয়াস তার কণ্ঠকে আরও বলিষ্ঠ করেছে। জোলি বলেন, আমরা এ মেয়েটির কাছ থেকে বহু কিছু শিখতে পারি।
পাকিস্তানে নারীশিক্ষা আন্দোলনের অগ্রপথিক নির্ভীক এ কিশোরী তালেবানের গুলিতে গুরুতর আহত হওয়ার পর সেরে উঠে এখন বৃটেনের একটি স্কুলে যেতেও শুরু করেছে।
সূত্র: বার্তা সংস্থা এপি।
Leave a Reply