রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২১

আবার বিয়ে করছেন বিজরী

আবার বিয়ে করছেন বিজরী

 

 

 

 

 

 

 

 

 

বিনোদন ডেস্ক: প্রাক্তন স্বামী শওকত আল ইমনের সাথে ছাড়াছাড়ি হওয়ার পর অনেকটা নিভৃতে চলে গিয়েছিলেন বিজরী বরকতুল্লাহ। অভিনয় থেকেও দূরে ছিলেন। সারাদিন মেয়েকে নিয়েই ছিল তার  সকল কর্ম ব্যস্থতা। এর মধ্যে লন্ডন সফর করেছেন একটি ভিন্ন ধরনের টিভি সিরিয়ালে কাজের সুবাদে।

খুব সম্প্রতি শোনা যাচ্ছে বিয়ে করছেন অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। বিয়ের পাত্র হিসেবে নাম শোনা যাচ্ছে অভিনেতা ইন্তেখাব দিনারের নাম। জানা যায়, বিজরী বিভিন্ন সময়ে দিনারের প্রতি নিজের পছন্দের কথা জানিয়েছেন তার একান্ত প্রিয় অনেকজনের কাছে। ইমনের সাথে বিচ্ছেদ হওয়ার পর দিনারকে নিয়েই স্বপ্নের সেই ঘর বাধার স্বপ্ন দেখছেন্ এক সময়ের তুখর এই জনপ্রিয় অভিনেত্রী।

মিডিয়ার কাছে এই শুভ সংবাদ স্বীকার করে বিজরী বলেন, বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, হয়তো বিয়ে খুব শিঘ্রই আবার মাস ছয়েকও লাগতে পারে। তবে দুই পরিবারের সদস্যরদের সম্মতিক্রমে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে বিয়ের ইঙ্গিত দিয়ে বিজরী বলেন,েআসলে সত্যি বলতে তেমন অনুষ্ঠানের কিছু নেই। একেবারেই ঘরোয়াভাবে করা হবে বিয়ের আনুষ্ঠানিকতা। আর সেটা আলাপ আলোচনার করে করা হবে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025