শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: মার্স করোন ভাইরাসে নতুন করে আট জন মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি কতৃপক্ষ। এতে করে এ ভাইরাসের আক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ এ। সর্বশেষ রোববার ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি মাসে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৯ এ।
সৌদি কতৃপক্ষ জানায়, ভাইরাসে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৩৯ যা গত মাসে ছিল ১২৩। এতে করে আক্রমণের সংখ্যা প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আক্রান্তদের মধ্যে চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা উত্তর –পশ্চিমাঞ্চলের শহর তাবুকের একটি হাসপাতালে কাজ করতেন। ভাইরাসের আক্রমণে বিভিন্ন স্থানে ভীতির সঞ্চার করেছে। এর জের ধরে, জেদ্দার প্রধান হাসপাতালের জরুরী বিভাগ সাময়িকভাবে বন্ধ রেখেছে কতৃপক্ষ।