শীর্ষবিন্দু নিউজ: চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত হয়েছে। বিমানটি উড্ডয়নের পর অবতরণের সময় সেটিতে আগুন ধরে গেলে এ দুর্ঘটনার সৃষ্টি হয়। তবে এসময় প্রশিক্ষণার্থী বৈমানিক ফ্লাইট লেফট্যানেন্ট আদিব প্যারাসূটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বিমানটিতে আগুন ধরে গেলে পাইলট প্যারাসূট ব্যবহার করে নিরাপদে অবতরণ করেছেন। তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক আছে বলে এডিসি মিজানুর রহমান জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, প্লেনটি নামার সময় এর পেছনের চাকায় আগুন ধরে যায়। এসময় পাইলট প্যারাসূট ব্যবহার করে নেমে যাওয়ার পর প্লেনটি মুখ থুবড়ে পড়ে। পরবর্তীতে ওই ঘাঁটিতে থাকা বিমানকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনে।