দুনিয়া জুড়ে ডেস্ক: পাকিস্তানের সাবেক স্বৈর সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের দেশ ছাড়তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।অবশ্য মোশাররফকে দেশ ছাড়া করতে তার বিরোধী পক্ষ অনেক চেষ্টা করছে। তাকে হুমকিও প্রদান করা্ হয় তাকে তিনি দেশ ত্যাগে বাধ্য হোন। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ আদালত সপ্রিমকোর্ট এই রায় দেন। স্বেচ্ছা নির্বাসন থেকে সম্প্রতি দেশে ফেরার পর মুশাররফ বেশ কয়েকটি মামলার মুখে পড়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখিত বেনজির ভুট্টো হত্যা মামলাও রয়েছে।
মাহামান্য আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় মোশাররফকে মঙ্গলবার স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ২০০৭ সালে মোশাররফ দেশে জরুরি আইন জারি করে সংবিধান লঙ্ঘন করেছেন। তারই প্রেক্ষিতে এই অভিযোগ দাখিল করেন আইনজীবীরা। সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনজীবীরদের দায়ের করা আবেদন আমলে নিয়ে সুপ্রিমকোর্ট এ নির্দেশ দেন।
Leave a Reply