প্রযুক্তি আকাশ: দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় ৫৩ শতাংশ মুনাফা বাড়ছে। ২০১২ সালে অ্যাপলকে সরিয়ে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নেয় স্যামসাং। মূলত স্মার্টফোন বিক্রি থেকেই প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ বৃদ্ধি পেয়েছে । স্যামসাং ইলেকট্রনিক্স গ্যালাক্সি সিরিজের স্মার্টফোন তৈরি করে সফলতা অর্জন করে।
এ বছরে বাজারে এসেছে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ফোর। বছরের দ্বিতীয় প্রান্তিকে এসফোর বিক্রির পরিমাণ দুই কোটি ২০ লাখের কাছাকাছি হবে বলে ধারণা করছেন কোরিয়া ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ-এর গবেষক সিও ওন-সিওক। তিনি ধারণা করছেন, সামনে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ আরও বাড়বে।
সূত্র: বিবিসি ।
Leave a Reply