বিনোদন ডেস্ক: ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকদিন ধরে বিয়ের পিঁড়িতে বসা হচ্ছিল না বলিউডের শান্ত মেয়ে বলে পরিচিত সোহা আলী খানের। এরই মধ্যে যখনই সোহা উদ্যোগ নিতে গেছেন তখনই দেখা দিয়েছে কোন না কোন ঝামেলা। গত বছরই বিয়ে করার ইচ্ছ ছিলো তার। কিন্তু বাধা হয়ে দাড়ান বড় ভাই সাইফ আলী খান। তিনি আগে বিয়ে করবেন। তাই সাইফের বিয়ের জন্য সোহার বিয়ে পিছিয়ে যায় এক দফা।
সাইফ-কারিনা বিয়ে শেষ হতে না হতেই ছোট বোন সোহা বায়না ধরেন মা শর্মিলা ঠাকুরের কাছে। দাদা তো বিয়ে করলো তো এবার আমার পালা। এবার সব ঝামেলাকে ডিঙ্গিয়ে শেষ পর্যন্ত বিয়ে করতে যাচ্ছেন সোহা। তাই এবার আর সোহার বিয়ের বাদ্য বাজতে কোন বাধা নেই।
হ্যা, সোহার ছেলে বক্তদের জন্য দু:সংবাদ, সত্যিই সোহা বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন. পাত্র অপরিচিত কেউ নন। পরিচিত মুখ বলিউড অভিনেতা কুনাল খেমু। অভিনয় জগতে দুই জনের ব্যস্থ প্রেমিক কুনাল আর প্রেমিকা সোহা সংসার শুরু করতে যাচ্ছেন খুবই শিঘ্রই। এজন্য মুম্বইর খারেতে দু’জনে একটি বাড়িও কিনেছেন। বিয়ের পর সেখানেই সুখের নীড় গড়বেন দুজনেই।
Leave a Reply