রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৬

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

 

 

 

 

 

 

 

 

 

স্বদেশ জুড়ে ডেস্ক: মঙ্গলবার হাইকোর্টে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন ড. ইউনুস আলী আকন্দ। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে কেন তা বাতিল করা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করা হয়।

রিট আবেদনকারী ড. আকন্দ বলেন, গণমাধ্যমে দেখেছি আগামী ২২ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন। তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয় রিটে। কারণ এ নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। কিন্তু বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা দলীয় লোকের বাইরে ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। আর এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে কোনো বিরোধী দলের যোগ্য প্রার্থী এতে অংশ নিতে  পারবেন না। আর তাই  সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদন করেছি। পাশাপাশি এ রিট আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়েছে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024