বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ একটি প্রতিনিধ দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে।বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে দেখা করে সমস্যার বিস্তারিত তুলে ধরেন। লিখিত বক্তব্যে আতিকুল ইসলাম বলেন,”সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ব্যাংকগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রপ্তানি বিল বা ডকুমেন্ট গ্রহণ করছে না। ফলে ব্যাংকটির মাধ্যমে যারা রপ্তানি কার্যক্রম পরিচালনা করছেন তারা মহাসংকটে পড়েছেন এবং রপ্তানি কার্যক্রম দারুনভাবে ব্যাহত হচ্ছে। এজন্য জরুরিভাবে বিজিএমইএ এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তৈরি পোষাকখাতের সাথে সংশ্লিষ্টরা বলেন, মূলত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতে ইসলামীর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হওয়ার পর ইসলামী ব্যাংকের গ্রাহকরা বিশেষ করে তৈরি পোশাক খাতের গ্রাহকরা আমদানি-রপ্তানিতে জটিলতায় পড়েন। এই বিষয়টি নিয়ে পোশাক খাতের প্রধান তিনটি সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ এর নেতারা গত ২০ ফেব্রুয়ারি গভর্নরের সঙ্গে বৈঠক করে তৈরি পোশাক প্রতিষ্ঠান বাচাতে এটির দ্রুত সমাধানে লিখিত আবেদনও দেন। কিন্তু কোন সমাধান এখনো আসেনি।
Leave a Reply