শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৮

বাংলাদেশের বেশ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি

বাংলাদেশের বেশ কয়েকটি খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানি

শীর্ষবিন্দু নিউজ: জার্মানি বাংলাদেশের রেলওয়ে উন্নয়ন, পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুত খাতসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছে বাংলাদেশে সফররত জার্মান-এশিয়া প্যাসেফিক বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা। দশ সদস্যের এই জার্মান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন উইল জি ক্লেসেন। জার্মান প্রতিনিধি দলটি পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছে।

এ সময় প্রতিনিধি দলটির পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে বলা হয় তারা বাংলাদেশের রেলওয়ে উন্নয়ন, পানি বিশুদ্ধকরণ ও বিদ্যুত খাত, নৌ পরিবহন, বর্জ্য ব্যবস্থাপনায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগে আগ্রহী। এ সময় আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আলব্রেখট কনজে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024