দুনিয়া জুড়ে ডেস্ক: লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান রানওয়ের বদলে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সাগরে অবতরণ করেছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সমুদ্রে নেমে গেলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ সময় বিমানে অবস্থান করা দেওয়ি নামের এক যাত্রী আতঙ্কিত হয়ে বলেন,
প্রত্যক্ষদর্শী বিমান যাত্রীদের কাছ থেকে জানা যায়, বিমান অবতরণের সময় হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করা য়ায। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে দেন। ভেতর থেকে দেখা যায় পানি চারদিক থেকে ঘেরে ফেলেছে পুরো বিমান। এ সময় উৎকন্ঠা বেড়ে যায় যাত্রীদের। কিভাবে বাইরে বের হবেন।
জানা যায়, বালির দেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের ৭৩৭ বোয়িং যাত্রীবাহী বিমানটিতে ১০১ জন যাত্রী ও সাতজন বিমান ক্রু ছিলেন। শেষ খবর পর্যন্ত যাত্রীদের উদ্ধারে সক্ষম হয়েছেন কতৃপক্ষ।
Leave a Reply