বিনোদন ডেস্ক: অভিনয় ছেড়ে কি ডিজে পেশায় যাচ্ছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ? এমনই প্রশ্ন জাগতে পারে মুম্বাইয়ের জনপ্রিয় ক্লাব সুবারবনে আগত লোকজনের ভেতর। সম্প্রতি এ ক্লাবেই যে জ্যাকুলিনকে ডিজে (ডিস্ক জোকি) হিসেবে দেখেছেন সবাই।
মাত্রই সালমান খানের সঙ্গে কিক ছবির টানা শুটিংয়ের কাজ শেষ করে একটু ভিন্ন স্বাদ চাইছেন এই বলিউড তারকা। আর এজন্য ডি.জে হয়ে গেলেন। এমনকি কাজের সঙ্গে মিলিয়ে অদ্ভুত রঙের পরচুলাও পড়েন তিনি। ক্লাবে জ্যাকুলিন রিড্র, আর অ্যান্ড বি, হিপহপ মিউজিক প্লে করেন। আর এই শোতে জ্যাকুলিন তাঁর বন্ধু রনবীর ও শহীদ কাপুরকেও আমন্ত্রন জানান। মিউজিক শেষে ডেন্সফ্লোরে গিয়ে সে বন্ধুদের সঙ্গে নাচে অংশ নেন। পরে তিনি তার টুইটারে লিখেন, আজ রাতের জন্য আপনাদের ডিজে কে হাজির করা হলো। সপ্তাহ জুড়ে পাগলামো। এটা হলো আর এন্ড বি নাইট।