গ্যালারী থেকে ডেস্ক: শেষবার ঢাকায় বসেছিল এশিয়া কাপের দ্বাদশ আসর। আবারও হতে যাচ্ছে বাংলাদেশে হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত অনীহা প্রকাশ করায় আগামী বছরের এশিয়া কাপের আয়োজকও বাংলাদেশ। প্রতিযোগিতার সম্ভাব্য ব্যাপ্তি ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানান।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচীর কারণে ভারত এশিয়া কাপ আয়োজনে অপরাগতা প্রকাশ করে। গত সোমবার এসিসির সভায় তাই এশিয়ার সেরা ক্রিকেট টুর্নামেন্টটি বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
ভারত জানায়, আগামী ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরের কারণে তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। আর তখনই বাংলাদেশ এই টুর্নামেন্ট আয়োজনে আগ্রহ প্রকাশ করে। সে সময় পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে বাংলাদেশের একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করার কথা। তবে এশিয়া কাপের জন্য এই টুর্নামেন্ট বাতিল করতেও রাজি বাংলাদেশ।
Leave a Reply