শীর্ষবিন্দু নিউজ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি কে? তাদের সঙ্গে কিসের সংলাপ? আজ দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট ভবনে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন , বিএনপি বর্তমানে টোকাই দলে পরিণত হয়েছে। তাদের সঙ্গে আবার কিসের আলোচনা। তারা একদিকে সরকারকে অবৈধ বলেছে, অন্যদিকে সংলাপ করতে চাইছে। এতেই প্রমাণিত হয় আপনারা (বিএনপি) কোন রাজনৈতিক দলই না।