দুনিয়া জুড়ে ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো স্বল্প ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। প্রয়াত নেতা হুগো শাভেজের উত্তরসূরি মাদুরো নির্বাচনে ৫০.৭ ভাগ ভোট পান বলে জানা গেছে। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলস পেয়েছেন ৪৯.১ ভাগ ভোট।
ফলাফলের তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরো বলেন, এটি একটি ন্যায় ও সাংবিধানিক জয়। অপরদিকে, নির্বাচনের ফলাফল শোনার পর বিরোধী প্রার্থী হেনরিক ক্যাপরিলস কোনো মন্তব্য করেননি। ছয় বছর মেয়াদী প্রেসিডেন্ট হিসেবে মাদুরো আগামী ১৯ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, ৫ মার্চ সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজের মৃত্যুর পর মাদুরো প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী ২০১৯ সালের জানুয়ারিতে বর্তমান প্রেসিডেন্ট মাদুরোর মেয়াদ শেষ হবে।
Leave a Reply