দুনিয়া জুড়ে ডেস্ক: বিশ্ব বাজারে সোনার দাম অবিশ্বাস্যভাবে রেকর্ড পরিমাণ কমেছে। এদিন, বিশ্ব বাজারে সোনার দাম আউন্স প্রতি ১৪০.৩০ ডলার কমেছে। দর পতনের আগে প্রতি আউন্স সোনার দাম ছিল ১৩৬১.১০ ডলার। জানা যায়, ১৯৮৩ সালের পর সোমবার প্রথম এক দিনে প্রায় দশ শতাংশ কমেছে সোনার দাম।
এদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হঠাৎ পড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে সোনার দর পতন হয়েছে। পাশাপাশি এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রাবাজার ও স্টক মার্কেটগুলোতে। গত ১০ বছর ধরেই বিশ্বে সোনার দাম বাড়ছে। এর মধ্যে, ২০০৮ সালে বিশ্বমন্দা শুরুর পর থেকে সোনার দাম বেড়েছে কয়েকগুণ। ২০০৯ সালে ২৫ শতাংশ ও ২০১০ সালে ৩০ শতাংশ বেড়েছিল সোনার দাম। আর প্রথম বিশ্বযুদ্ধের পর ২০১১ সালে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকে।
এর আগে আন্তর্জাতিক বাজারে গত দুই কর্মদিবসে সোনার দাম আউন্স প্রতি ২০০ ডলার বা ১৩ শতাংশ পড়ে যায়। যা ছিল দু’বছরের মধ্যে সবচেয়ে কম দাম। অবশ্য, চলতি সপ্তাহে সোনার দাম কমে যেতে পারে বলে ভবিষ্যতবাণী করেছিলেন মার্কিন আর্থিক গবেষণা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচ।
Leave a Reply