শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১১

কেনিয়ায় বাংলাদেশী হ্যাকারের কবলে গুগল

কেনিয়ায় বাংলাদেশী হ্যাকারের কবলে গুগল

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রযুক্তি আকাশ ডেস্ক: কেনিয়াভিত্তিক গুগলের ডোমেইন পেজটি ডিফেসিংয়ের শিকার হয়েছে। আর এর পেছনে রয়েছে অজ্ঞাত বাংলাদেশী হ্যাকার টাইগার মেট হাত রয়েছে বলে জানা যায়। গুগল কেনিয়ার ব্যবহারকারীরা গতকাল গুগলের হোম পেজে গিয়ে ইংরেজিতে ‘হ্যাকড বাই টাইগার-মেট, বাংলাদেশী হ্যাকার’ লেখাটি দেখতে পান। প্রসঙ্গত: গত ফেব্রুয়ারিতে টাইগার-মেট একই পদ্ধতিতে মালাওয়িভিত্তিক গুগল, কোকাকোলা, ইয়াহু, ফানটা ও হটমেইলের ওয়েবসাইটগুলোও ডিফেসিংয়ের শিকার হয়েছিল।

সরাসরি গুগলের প্রধান হোম পেজে কোন নিরাপত্তা লঙ্ঘিত হয়নি। বরং কয়েকটি ডিএনএস সার্ভার লক্ষ্য ছিল ওই বাংলাদেশী হ্যাকারের। ডট কে ই লেখা নিবন্ধিত ডোমেইন পেজগুলো ডিফেস করা হয়। অবশ্য এখন গুগল কেনিয়া ভালভাবেই কাজ করছে বলে জানা গেছে।

এ ছাড়াও কেনিয়াভিত্তিক ডেল, স্কাইপ, এইচ পি, ইউ টিউব, লিঙ্কড ইন, বিং, মাইক্রোসফট ও অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটও একই ধরনের হামলার শিকার হয়েছে। তবে গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাওয়া বা এ জাতীয় অন্য কোন অভিযোগ পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024