বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:১৪

প্যারিসে জুতা নিক্ষেপের কবলে মাহফুজুর রহমান

প্যারিসে জুতা নিক্ষেপের কবলে মাহফুজুর রহমান

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান উপর জুতা  নিক্ষেপের ঘটনা ঘটে ।গত  রবিবার ফ্রান্সের রাজধানী  প্যারিসের লা করনাভ পার্ক মাঠে অনুষ্টিত বাংলা মেলায় অন্যতম অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।

ইয়ুথ ক্লাব ফ্রান্সের উদ্যোগে দিনব্যাপি অনুষ্ঠিত মেলা মঞ্চে মাহফজুর রহমান  উঠার সাথে সাথে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকে তাকে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী এবং  সিলেট বিদ্বষি  বলে গালি দিতে থাকে। অনেকে মুর্খ মাহফুজ টাল মাহফুজ ফিরে যা বাংলাদেশ। সিলেট বিদ্বষি মাহফুজ ফিরে যা বাংলাদেশ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। এবং ছুঁড়ে মারেন পায়ের জুতা, হাতের কাছে থাকা বোতল।

প্রথম পর্যায়ে আয়োজকদের হস্তক্ষেপে দর্শকরা কিছুটা শান্ত হলেও পরে উত্তেজিত দর্শকরা মুহুরমুহু বোতল, জুতা নিক্ষেপ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের  বাইরে চলে যাওয়ার আশংকায় আয়োজকরা পুলিশ সহায়তায় দ্রুত মাহফুজুর রহমান কে মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে পন্ড  হয়ে যায় এবারের মেলা।

জানা যায়, গত কয়েক বছর থেকে প্যারিসের কতিপয় অসাধু মেলার নামে মাহফুজুর রহমানের মতো কিটদের মাধ্যমে আদম ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টিতে তৎপর। এদিকে মেলায় আসা সিলেটের অনেকেই মাহফুজুর রহমানের উপস্থিতি নিয়ে বিরূপ মন্তব্য করেন। তাদের অভিযোগ মাহফুজুর রহমান কিছু দিন আগে লন্ডনে সিলেটীদের নিয়ে চরম বিদ্বেষপুর্ণও বিতর্কিত মন্তব্য করেছেন। এমন বিতর্কিত ব্যক্তিদের এরকম অনুষ্টানে এড়িয়ে চলাই ভাল বলে মন্তব্য করেন আগতরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024