স্বদেশ জুড়ে ডেস্ক: রাজধানীর বনানী এলাকায় একটি মালবাহী ট্রেনের কনটেইনার উল্টে বস্তির ওপর পড়ে একজন নিহত ও আরো অন্তত কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি এলাকায় মালবাহী ট্রেনের দুটি কন্টেইনার লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী বস্তির কয়েকটি ঘরের ওপর পড়ে যায়। এতে মজিবুর রহমান (৩৭) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ দুপুর ১২টার পর মহাখালীর আমতলী বস্তিতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মালবাহী ট্রেনটি কমলাপুর থেকে ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাচ্ছিল।
পরিদর্শক (ট্রাফিক) হুমায়ুন কবীর জানান, এক পাশের লাইন খোলা থাকায় দুর্ঘটনার পরও ট্রেন চলচল করছিল। তবে কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে কনটেইনার সরানোর কাজ শুরুর পর বেলা আড়াইটার দিকে ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সাময়িক সময়ের জন্য হলেও এই সময় ঢাকার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সেনাবাহিনীর একটি ক্রেনও উল্টে পড়া কনটেইনার সরিয়ে নিতে কাজ করছে।
রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ দুর্ঘনার কারণ নিশ্চিত করতে না পারলেও ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের এক কর্মকর্তা বলেন, ধারণা করছি এয়ারবক্স বিকল হয়ে যাওয়ায় ক্যারেজের চাকা আটকে যার ফলে বগিগুলো লাইন থেকে বেরিয়ে যায় বস্তিতে পড়ে যায় এবং ওই অবস্থায়ই ট্রেনটি বেশ কিছুদূর বগিচূত হয়ে চলে আসে।
Leave a Reply