শীর্ষবিন্দু ডেস্ক: ক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার মাত্র দুই দিন পর বড় ধরনের আরেকটি বিস্ফোরণে থমকে গেছে মার্কিনিদের স্বাভাবিক জীবনযাত্রা। জানা যায়, বুধবার রাত ৮টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের ওয়্যাকো অঞ্চলের একটি সার কারখানায় বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক মানুষ।
জানা যায়, বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে আশপাশের আবাসিক এলাকার বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। আশপাশে বেশ কয়েক মাইল এলাকা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হয়। ওই সার কারখানার আশপাশের কয়েকটি স্থাপনাও বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে একটি নার্সিং হোমও রয়েছে।
বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট জানা যায়নি। পুলিশ সূত্র মতে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সুনির্দিষ্ট কোন সংখ্যা জানা সম্ভব না হওয়ার ফলে নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
টেক্সাসের মেয়র টমি মুসকা বলেন, বিস্ফোরণটি ছিল পরমাণু বোমার বিস্ফোরণের মতো। এটি ছিল খবই শক্তিশালী বিস্ফোরণ।
সুত্র: বার্তা সংস্থা এএফপি।
Leave a Reply