শীর্ষবিন্দু ডেস্ক: ধবার প্রকাশিত যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) এই তথ্য মতে, ব্রিটেনে গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বেকারের সংখ্যা ৭০ হাজার বেড়ে ২৫ লাখ ৬০ হাজারে দাঁড়িয়েছে। সে হিসাবে তিন মাসে দেশটির বেকারের হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ। গত মাসে ব্রিটেনে চাকরি প্রত্যাশী ভাতা পাওয়া প্রার্থীর সংখ্যা সাত হাজার কমে ১৫ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। বর্তমানে দেশটিতে কর্মজীবী মানুষের সংখ্যা তিন কোটিরও নিচে।
ওএনএস তাদের জরিপে বলেছে, এক বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে নয় লাখ মানুষের কর্মসংস্থান নেই। আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা আট হাজার বেড়েছে। ওই সময় গড়ে নিয়মিত বেতন পরিশোধের (বিভিন্ন ধরনের বোনাসসহ) হার মাত্র ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই হার এক দশকেরও বেশি সময়ের পরিসংখ্যানে সর্বনিম্ন। ওই তিন মাসে কর্মক্ষেত্রে দুই হাজার কর্মজীবী মানুষের সংখ্যা কমেছে। একই সময়ে ১৬ থেকে ২৪ বছর বয়সী বেকার লোকের সংখ্যা ২০ হাজার বেড়ে নয় লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে। তবে বেকারের সংখ্যা বাড়লেও এক বছর আগের পরিসংখ্যানের তুলনায় এটা ৭১ হাজার কম। খণ্ডকালীন কাজের ক্ষেত্রে বেকারের সংখ্যা ৬২ হাজার বেড়ে আট লাখের বেশি হয়েছে। আর নিয়মিত চাকরিজীবীর সংখ্যা ৬০ হাজার বেড়ে দুই কোটি ১৬ লাখে দাঁড়িয়েছে। ২০১১ সালের পর কর্মজীবী মানুষের সংখ্যা এটাই সর্বনিম্ন।
সূত্র: বিবিসি।
Leave a Reply