শীর্ষবিন্দু ডেস্ক: গ্রিসের দক্ষিণাঞ্চলে পেলপোনেসিয়ান গ্রামের একটি স্ট্রবেরি খামারে কর্মরত শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর মালিকপক্ষের গুলিতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের অধিকাংশই বাংলাদেশি বলে জানা যায়।
রাজধানী এথেন্স থেকে ২৬০ কিলোমিটার পশ্চিমে হাজার হাজার অভিবাসী শ্রমিকের বাস। ওই এলাকার একটি খামারে অনেক অভিবাসী শ্রমিক কাজ করেন। প্রায় ২০০ শ্রমিক তাদের পাওনা চাইতে জড়ো হয়েছিল। বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিবাদের মুখে একজন সুপারভাইজার গুলি চালান। স্ট্রবেরি খামারে বৃহস্পতিবার এই গুলি চালানোর ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বলেন, উত্তেজিত শ্রমিকরা তেড়ে গেলে সুপারভাইজার গুলি চালায়। এই ঘটনার পর খামার মালিক এবং একজন কর্মকর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি আরো জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
সূত্র: বিবিসি।
Leave a Reply