শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১০

ব্রিটেনে বাঙালী দম্পতির ‘ওয়েডিং ইন দ্যা স্কাই’

ব্রিটেনে বাঙালী দম্পতির ‘ওয়েডিং ইন দ্যা স্কাই’

ব্রিটেনের সবচেয়ে ব্যয় বহুল বিয়ে। বিয়ের জন্য ভাড়া করা হয়েছে ৪টি বিমান। উড়ন্ত অবস্থায় চলবে অনুষ্ঠান। ইব্রাহিম খলিল: ব্রিটেনে এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও ব্যয়বহুল বিবাহউত্তর সংর্বধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচেছন এক বাঙালী তরুন দম্পতি। এ জন্য বাড়া করা হয়েছে ৪টি বিমান। বিমানগুলের মধ্যে জেমস বন্ডের বিশ্বখ্যাত ক্যাসিনো রয়েল ফিল্মে ব্যবহার করা বোয়ি ৭৪৭ এয়ারক্রাফট। আর অথিতিদের অর্ভ্যথনা জানাতে থাকবে আরো একটি বিমান। বর ও কনের বিমানকে অনুসরন করে আকাশে থাকবে আরো দুটি ফাইটার জেট বিমান। আকাশে উড়ন্ত অবস্থায় চলবে অনুস্টানের সকল আয়োজন। অথিতিদের তালিকায় রয়েছেন বিখ্যাত অভিনেতা জেমস বন্ড, ব্রিটেনের জনপ্রিয় টিভি সিরিয়াল এক্সফেক্টরের শিলপীবৃন্দ ছাড়াও বিবিসির টপ সেলিব্রেটিরা। এতে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ পাউন্ড যা বাংলাদেশী মুদ্রায় প্রায় (১কোটি ৪০ লাখ টাকার সমমান)। নজরকাড়া এই চমৎকার অনুস্টান ডিজাইন করেছে বাঙালী কমিউনিটির স্বনামখ্যাত ক্যাটারিং সার্ভিস প্রতিস্টান প্রাইড অব এশিয়া। গত সোমবার ইস্ট লন্ডনে অবস্থিত প্রাইড অব এশিয়া রেস্টুরেন্টে এসে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন নব দম্পতি হাসান আলী ও লায়লা খাতুন। জেমসবন্ড স্টাইলের ব্যতিক্রমধর্মী এই অনুস্টান আয়োজনের জন্য ইতিমধ্যে বিবিসির টপ গিয়ারখ্যাত ডান্সফিল্ড এয়ারফিল্ড ভাড়া করেছে আয়োজক প্রতিস্টান প্রাইড অব এশিয়া। সংবাদ সম্মেলনে এই নব দম্পতি সাংবাদিকদের জানান, গত ৩০ সেপ্টেম্বর স¤ন্ন হয়েছে তাদের আনুস্টানিক বিয়ে। এবার আগামী ৬ নভেম্বর সবাইকে চমকে দেওয়াার জন্য এই ব্যতিক্রর্মী ও ব্যয়বহুল সবংর্ধনা অনুস্টানের আয়োজন। সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচানপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে হাসান আলী ও নবীগঞ্জের সৈয়দপুর গ্রামের আব্দুল ওয়াহিদের মেয়ে লায়লা খাতুন বলেন,বিয়ে মানুষ জীবনে একবারই করে। আর এই বিয়ে হওয়া চাই স্মরনীয় ও সবচেয়ে ব্যতিক্রম। এ রকম একটি অনুস্টান আয়োজনের স্বপ্ন্ ছিলো তাদের। আর এই স্বপ্ন এখন বাস্তবে পরিনত হতে চলেছে। এ ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রাইড অব এশিয়ার মতো একটি সৃজনশীল প্রতিস্টান। গাড়ী ব্যবসায় জড়িত ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট হাসান আলী ও ব্রিটিশ সরকারের সিভিল প্রশাসনে চাকুরিরত লায়লা আলী আশা প্রকাশ করেছেন, এই বিয়ে হবে কমিউনিটির জন্য অন্যতম একটি চমক। প্রাইড অব এশিয়ার স্বত্তাধিকারী ওয়াজিদ হাসান সেলিম এই অনুস্টানের নাম দিয়েছেন ওয়েডিং ইন দ্যা স্কাই ( আসমানী বিয়ে)। বিয়েকে ব্যতিক্রর্মী করতে তিনি কাজ করে যাচেছণ দিনরাত। এমনকি অতিথিদের আপ্যায়নের জন্য সুস্বাধু খাবার তৈরী করতে ব্রিটেনের ৪ রিজিওন থেকে নিয়ে আসছেন ৪ জন সেরা সেফ। তিনি বলেছেন ৬ নভেম্বরের এই বিয়ে হলিউড বলিউডের এমনকি অতীতের সকল বিয়েকে টপকে যাবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024