প্রযুক্তি আকাশ: বাজারে নিয়ে এলো ৪১ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন ফিনিশ মোবাইল ফোন নির্মাতা নোকিয়া। কেবল ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা নয়, কোয়াড-কোর প্রসেসরও থাকবে স্মার্টফোনটিতে জানিয়েছে ‘মাই নোকিয়া’ নামে একটি ব্লগ। নোকিয়ার তৈরি সম্ভাব্য ওই স্মার্টফোনের ফিচারগুলো নিয়ে আরো গুজব রটেছে।সিনেট সূত্রে জানা যায়, ১২৮০ বাই ৭৬৮ পিক্সেলের অ্যামোলেড ডিসপ্লে এবং ২০০০ মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকবে।
গোপন সূত্রের বরাত দিয়ে এমন গুজবের কথাই জানিয়েছে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট সিনেট। গুজবটি সত্যি হলে, নতুন স্মার্টফোনে থাকবে ৮০৮ পিওরভিউ সিমবিয়ান স্মার্টফোনের দানবাকৃতির লেন্স। স্মার্টফোনটিকে আপাতত ‘ইওএস (ঊড়ং)’ নামে চিহ্নিত করা হচ্ছে।
Leave a Reply