প্রযুক্তি আকাশ ডেস্ক: কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং একের পর এক সাফল্যের মুখ দেখছে। স্মার্টফোন বাজারে সাফল্যের সূত্র ধরে ২০১৩ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাভের পরিমাণ হবে প্রায় ৯০০ কোটি ডলার।
সাম্প্রতিক সময়ে স্যামসাংয়ের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক পণ্য গ্যালাক্সি এসফোর মোবাইল ফোন। নতুন স্মার্টফোনটির বদৌলতে অ্যাপল আর এইচটিসির মতো প্রতিদ্বন্ধীকে টপকে যেতে পারে প্রতিষ্ঠানটি।
মোবাইল প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকদের মতে, ট্যাবলেট, কম্পিউটার, মেমোরি চিপ, ফ্ল্যাট টিভি এবং বিশেষ করে স্মার্টফোন বাজারে সাফল্যের কারণে কেবল এপ্রিল থেকে জুন মাসের মধ্যেই এই বিশাল লাভের মুখ দেখবে স্যামসাং। অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী এক বছরের ব্যবধানে স্যামসাংয়ের লাভের পরিমাণ বাড়ছে ৬২.২ শতংশ।
Leave a Reply