বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:২১

সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে অযোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিলে নির্বাচন বয়কট করা হবে — সহিদুল হোসেন মামুন

সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে অযোগ্য প্রার্থী নির্বাচনে অংশ নিলে নির্বাচন বয়কট করা হবে — সহিদুল হোসেন মামুন

সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের পুনঃনির্বাচনে অযোগ্য প্রার্থী অংশ নিলে নির্বাচন বয়কট করা হবে বলে উল্লেখ করেন বিশিষ্ট সমাজসেবী সহিদুল হোসেন মামুন। তিনি বলেন, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ইং এর ধারা-১৩ (০৬) অনুযায়ী অপ্রসারিত কোন ব্যক্তি অবশিষ্ট মেয়াদের জন্য প্রার্থী হতে পারবে না উল্লেখ থাকলেও অজানা কারণে অপ্রসারিত ব্যক্তি ফরহাদ হোসেন শামীম পুনঃরায় নির্বাচনে অংশ নিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার এর নিকট উক্ত অপ্রসারিত প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন করেছি। তাই অযোগ্য নেতৃত্ব নির্বাচনে প্রার্থী হলে প্রয়োজনে ৬নং ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে নির্বাচন অফিস ঘেরাও করা হবে। তিনি মঙ্গলবার ৬নং ওয়ার্ডের পুনঃনির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী এমদাদ হোসেন চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত মহিলা কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা গুলো বলেন। এডভোকেট কামাল উদ্দিন ও তৈয়বুর রহমান এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী এমদাদ হোসেন চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আবু নছর বকুল, হায়দার মোঃ ফারুক হোসেন, আতিকুর রব চৌধুরী জুয়েল, সেলিম আহমদ, বিশিষ্ট মোরুব্বি মানিক মিয়া, কবির আহমদ ওভার, মহিলা কর্মী সিরাজুন নেছা, ইয়াজমিন আক্তার, মরিয়ম বেগম, মনোয়ারা বেগম, ছালেহা বেগম, সামছুন নেছা, শ্রমিক নেতা হাবিবুর রহমান, সাংবাদিক এনামুল হক, সুবেজ আহমদ প্রমুখ। বক্তারা বলেন, মিথ্যাবাদী ও অযোগ্য প্রার্থীকে নিয়ে ৬নং ওয়ার্ডবাসী নির্বাচন করতে রাজি নয়। অবিলম্বে অপ্রসারিত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করা হোক।-বিজ্ঞপ্তি




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025