বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর পরিচালনার কাজ দিয়েই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন প্রয়াত হুমায়ুন আহমদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এ মাসের শেষে কিংবা মে মাসের শুরুতেই নাটকটির শুটিং দিয়ে শুরু করবেন বলে জানান শাওন।
শাওন বলেন, অভিনয়ের চেয়ে পরিচালনার কাজটি বরাবরই আমার খুব পছন্দের। , গত দেড় বছর আমি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলাম। তাই মানসিক আনন্দের জন্যই পরিচালনার কাজটি করার সিদ্ধান্ত নেওয়া। আমার মনে হচ্ছে, এই কাজের মধ্য দিয়ে হয়তো আমার মানসিক আনন্দ ফিরে পাব। নাটকটি হবে হুমায়ূন আহমেদ পরিচালিত নিমফুল। নাটকটির পুনর্নির্মাণের মধ্য দিয়ে আবার পরিচালনায় ফিরছি।
অভিনেত্রী মেহের আফরোজ শাওন সর্বশেষ নাটক পরিচালনা করেন ২০১১ সালের আগস্ট মাসে। নাটকের নাম মাঝে মাঝে তব দেখা পাই। অবশ্য তখন হুমায়ুন আহমেদ বেচে ছিলেন। তার সহায়তায় ও অধির উৎসাহে মূলত শাওনের এই পতচলা।
Leave a Reply