মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৯:৪২

বাংলাদেশে সার্কের শুভেচ্ছা দূত রুনা লায়লা

বাংলাদেশে সার্কের শুভেচ্ছা দূত রুনা লায়লা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

দুনিযা জুড়ে ডেস্ক: উপমহাদেশের খ্যাতনামা কণ্ঠশিল্পী রুনা লায়লাকে সার্কের এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত হিসেবে মনোনীত করা হয়েছে। গত জানুয়ারিতে দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সচিবালয়ে এক সভায় বাংলাদেশের রুনা লায়লা, ভারতের অজয় দেবগন ও পাকিস্তানের শারমিন ওবায়েদ-চিনয়কে এইচআইভি/এইডস বিষয়ক শুভেচ্ছা দূত মনোনীত করা হয়। সার্কের শুভেচ্ছা দূত হিসেবে তিনিই সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে মনোনীত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে রুনা লায়লার হাতে এ চিঠি তুলে দেন।

প্রসঙ্গত: বিশ্ব ব্যাংকের হিসেবে দক্ষিণ এশিয়ার প্রায় ৬০ লাখ মানুষ এইচআইভিতে আক্রান্ত যার ৬০ শতাংশই বাস করে ভারতে। এইচআইভি/এইডস বিষয়ক সার্কের শুভেচ্ছা দূত কর্মসূচির সূচনা হয় ২০০৮ সালে। তখন এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াইয়ে সচেতনতা ও সমর্থন বাড়াতে শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেয়া হয় ভারতের খ্যাতনামা অভিনেতা শাবানা আজমিকে।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024