স্বদেশ জুড়ে ডেস্ক: দেশের ২০তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এডভোকেট আবদুল হামিদ। সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠান হয়। তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। মাত্র ১০ মিনিট স্থায়ী শপথ অনুষ্ঠানে মন্ত্রি পরিষদের সদস্য, সংসদ সদস্য ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এর পর প্রেসিডেন্টকে শপথ পড়ান ডেপুটি স্পিকার। শপথ অনুষ্ঠানে প্রধান বিরোধী দল অংশ নেয়নি। সন্ধ্যা সাড়ে সাতটায় নব নির্বাচিত প্রেসিডেন্ট বিউগলের সুরের সঙ্গে অনুষ্ঠান হলে প্রবেশ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইয়া।
Leave a Reply