সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও সারজা শহরে পৃথক অভিযান চালিয়ে ১৩৮ বাংলাদেশীকে আটক করেছে আরব পুলিশ। পৃথক পৃথক কয়েকটি অভিযানে এদের আটক করা হয়।তাদের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে বলে জানিয়েছে দুবাই পুলিশ।
সংযুক্ত আরব আমীরাতের দুবাই সাতুয়া এলাকায় গত এক সপ্তাহের অভিযানে আটক করা হয় ১০৬ জনকে। এদের বেশীর ভাগই বাংলাদেশের নাগরিক। আটককৃতদের মধ্যে বেশ কয়েক জন সিলেটের অধিবাসী রয়েছেন বলে জানা গেছে।
এরা দুবাইয়ের বিভিন্ন সাপ্লাই কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। আটককৃতদের আদালতে সমর্পনের পর গত সোমবার জেল হাজতে পাঠানো হয়।সারজা পুলিশ দাবী করেছে, আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র ছিলো না। এরা জীবিকা উপার্জনের জন্য রাস্তায় সবজি বিক্রি, টেলিফোনের কার্ড বিক্রি এবং জুয়া খেলা আয়োজনের মত অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।
সূত্র: সংযুক্ত আরব থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমস।
Leave a Reply