বিনোদন ডেস্ক: ভারতে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনা নিয়ে এখন উত্তপ্ত দেশটির পরিস্থিতি। ঠিক তখনই ধর্ষণ নিয়ে বিপরীতার্থক ও বিস্ফোরক মন্তব্য করে আগুনে ঘি ঢেলেছেন সাবেক পর্নো তারকা ও বলিউড নায়িকা সানি লিওন।
সোমবার রাতে দেশটির একটি নিউজ চ্যানেলে দেয়া এক বক্তব্যে সানি যৌন সন্ত্রাসের সঙ্গে পর্নোগ্রাফির কোন সম্পর্ক নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, যেসব মানুষ মনে করে পর্নোগ্রাফির সব সত্যি এটি তাদের জন্য নয়। এটি একটি ফ্যান্টাসি এবং একই সঙ্গে বিনোদনও।
সমাজে ছড়িয়ে পড়া পর্নোগ্রাফির কারণে ধর্ষণের মতো ঘটনা ঘটছে কিনা এমন প্রশ্নের জবাবে সানি বলেন, এটি সম্পূর্ণ বাজে কথা। মানুষের আসল শিক্ষা শুরু হয় ঘর থেকে। মা এবং বাবার উচিত তাদের সন্তানের সঙ্গে বসে কোনটি ভাল আর কোনটি মন্দ তা শিক্ষা দেয়া। এদিকে ভারতের সচেতন সমাজ সানির এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন।
Leave a Reply