স্বদেশ জুড়ে ঢাকা ডেস্ক: প্রথম যাত্রায় মালয়শিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৭০ জন শ্রমিক। এই সব শ্রমিক যারা সরকারিভাবে সবার আগে মালয়েশিয়ায় কাজ করতে যাওয়ার সুযোগ পেলেন। শুরুতে ৪০ হাজার টাকায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর কথা থাকলেও বিমান ভাড়া কমে যাওয়ায় এখন ৩৩ হাজার ১৭৮ টাকায় মালয়শিয়ায় যেতে পারছেন শ্রমিকরা। মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বৃহস্পতিবার দুপুর একটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শ্রমিকদের নিয়ে মালয়শিয়ার উদ্দেশে যাত্রা করে।
মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রথম যাত্রা উপলক্ষে বিমানবন্দরের উল্টো দিকে হাজি ক্যাম্পে আয়োজিত তাৎক্ষনিক এক উদ্বোধনী বক্তব্যে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিশ্বে আমরাই প্রথম সরকারিভাবে অল্প খরচে বিদেশে শ্রমিক প্রেরণ করতে পেরেছি। তাই এটা শুধু বাংলাদেশের ইতিহাসে শুধু নয়। বিশ্বের ইতিহাসে এটি একটি অবস্মরনীয় ঘটনা। তিনি বলেন, মালয়শিয়ায় বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশের প্রায় শ্রমিক কাজ করছেন। শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সহযোগিতা থাকলে মালয়শিয়ার বাজার পুরোপুরি আমাদের হাতে চলে আসবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কয়েকজন অসাধু লোকের কারণে আপনাদের ১২শত লোক সমস্যায় পড়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সেবা দিলে সরকার আপনাদের সর্বাত্বক সহযোগিতা করবে।
উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত হন। এর আগে সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন নিবন্ধিত হওয়ার আবেদন করেন। এই ফ্লাইট ছাড়াও ২৭ এপ্রিল ৭০ জন এবং ২৯ এপ্রিল ৫৮ জনকে নিয়ে আরো দুটি ফ্লাইট মালয়শিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
হাজি ক্যাম্পে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মালয়শিয়ার হাইকমিশনার নরলিন বিনতে অথমান, প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, বিএমইটি পরিচালক নুরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply