শীর্ষবিন্দু ডেস্ক: বৃহষ্পতিবার ইউনাইটেড এয়ারওয়েজের ঢাকা-বরিশাল-ঢাকা রুটের উদ্বোধন করা হয়েছে। বিমান ও পর্যটন মন্ত্রী কর্ণেল (অব:) ফারুক খান বৃহস্পতিবার সকাল ১১.১০মিনিটে বিমান মন্ত্রী কর্নেল অব: ফারুক খান ঢাকা-বরিশাল ফ্লাইট দিয়ে এই রুটের উদ্বোধন করেন।
ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে শেষে স্থানীয় এমপি মনিরুল ইসলাম ও অ্যাডভোকেট ধীরেন্দনাথ চন্দ্র দেবনাথ, বিমানের অতিরিক্ত সচিব, বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এ আর মার্শাল মাহমুদ হোসেন, ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান তাজবিরুল আহমেদ চৌধুরী ,বাংলাদেশ যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসমিন আকতার ,সংশ্লিষ্ট সংস্থার পদস্থ কর্মকর্তা, ভিআইপি ব্যবসায়ীসহ ৬৪ জন যাত্রী নিয়ে বিমানটি ঢাকা থেকে বরিশালের পথে রওয়ানা হয়।
সকাল সাড়ে ১১.৩০ টায় দিকে বিমানটি বরিশাল বিমানবন্দরে অবতরণ করে। বরিশাল বিমানবন্দরে পৌঁছার পর ইউনাইটেড এয়ারওয়েজ কর্তৃপক্ষ এক ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে জানানো হয়, ইউনাইটেড এয়ার আগামী আড়াই বছরে এ ৩৪০, বোয়িং ৭৭৭ সহ ১৫টি নতুন এয়ারক্রাফট ক্রয় করবে। এতে করে কোম্পানির আয় ও উন্নয়ন বহুগুণে বাড়বে। বরিশালের পর ঈশ্বরদী, কুমিল্লা, লালমনিরহাট, শমসের নগর রুট দ্রুত চালু করা হবে। বরিশালের রুট চালুতে কুয়াকাটা পর্যটন শিল্পে বিদেশীদের আসার পথ আরো সহজ হবে।
অনুষ্ঠানে বিমান মন্ত্রী কর্নেল অব: ফারুক খান বলেন, বরিশাল রুট চালু হওয়ার সুবাদে সমস্ত দক্ষিণাঞ্চল সমৃদ্ধ হবে। বিদেশী পর্যটকদের আগমন সহজতর হবে। বিমান শিল্প উন্নয়নের এটা এক নবরুপ। বেসরকারী সকল এয়ার কোম্পানিদের দেশের অভ্যন্তরীণ রুট চালুতে সরকার সহযোগিতা করবে বলে মন্ত্রী জানান।
অনুষ্ঠানে ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান তাছবিরুল আহমেদ চৌধুরী বলেন, ঢাকা টু বরিশাল বিমানটি সপ্তাহে দুইদিন যাতায়াত করবে। প্রতি সপ্তাহের বৃহষ্পতিবার বিকাল ৫ টায় এবং রবিবার সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে বিমান যাতায়াত করবে। এর আগে বিমানটি বরিশাল পৌছালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ ও বিভাগীয় উচ্চ পদস্থ কর্মকর্তারা মন্ত্রী ও যাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান। বরিশালে আনুষ্ঠানিকতা শুরু হয় ১২ টায়। স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অনেক লোকজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বরিশালে অনুষ্ঠান শেষ করে অতিথিসহ ৬৩ জন যাত্রী নিয়ে বিমানটি বেলা ২.২০ টার দিকে ঢাকায় এসে পৌছায়।
Leave a Reply