শুক্রবার ভোররাতে রাশিয়ার রাজধানী মস্কোর একটি মানসিক হাসপাতলে আগুন লেগে অন্তত ৩৮ জন নিহত হয়েছে বলে জানা যায়। হাসপাতালটিতে ডাক্তার, নার্স ও রোগীসহ মোট প্রায় ৪১ জন মানুষ ছিল বলে জরুরী পরিস্থিতি মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে জানা গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মানসিক রোগীদের পালিয়ে যাওয়া রোধ করতে হাসপাতালের জানালাগুলোতে মোটা শিক লাগানো ছিল। নিহত অধিকাংশকেই তাদের বিছানায় শায়িত অবস্থায় পাওয়া গেছে। ঘুমের মধ্যেই তারা আগুনে পুড়ে মারা গেছে।
দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর হাসপাতাল থেকে ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জরুরী পরিস্থিতি মন্ত্রণালয়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে হাসপাতাল কতৃপক্ষ।
সূত্র রাষ্ট্রিয় বার্তা সংস্থা আরআইএ।
Leave a Reply