শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪২

অ্যাপলের মুনাফা লস

অ্যাপলের মুনাফা কমতে পারে বলে আশঙ্কা করে আগেই জানিয়েছিলেন  প্রযুক্তিবাজার বিশ্লেষকেরা। গত এক দশকের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে কম মুনাফা হয়েছে অ্যাপলের। এই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা অ্যাপলের ৯৫০ কোটি মার্কিন ডলার মুনাফা এসেছে যা ২০১২ সালের প্রথম প্রান্তিকে ছিল এক হাজার ১১৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।

বাজার বিশ্লেষকেদের মতে, অ্যাপল পণ্যের চাহিদা কমে যাওয়া ও বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বেড়ে যাওয়ায় মুনাফা কমেছে অ্যাপলের। তবে আইফোন ও আইপ্যাড বিক্রির মুনাফা অ্যাপলকে এ পতন থেকে আপাতত ঠেকিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম তিন মাসে তিন কোটি ৭৪ লাখ আইফোন ও এক কোটি ৯৫ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024