বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০২:৫৯

অ্যাপলের মুনাফা লস

/ ১১৬
প্রকাশ কাল: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

অ্যাপলের মুনাফা কমতে পারে বলে আশঙ্কা করে আগেই জানিয়েছিলেন  প্রযুক্তিবাজার বিশ্লেষকেরা। গত এক দশকের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে সবচেয়ে কম মুনাফা হয়েছে অ্যাপলের। এই প্রান্তিকে যুক্তরাষ্ট্রের কম্পিউটার ও স্মার্টফোন নির্মাতা অ্যাপলের ৯৫০ কোটি মার্কিন ডলার মুনাফা এসেছে যা ২০১২ সালের প্রথম প্রান্তিকে ছিল এক হাজার ১১৬ কোটি মার্কিন ডলারেরও বেশি।

বাজার বিশ্লেষকেদের মতে, অ্যাপল পণ্যের চাহিদা কমে যাওয়া ও বাজারে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী বেড়ে যাওয়ায় মুনাফা কমেছে অ্যাপলের। তবে আইফোন ও আইপ্যাড বিক্রির মুনাফা অ্যাপলকে এ পতন থেকে আপাতত ঠেকিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম তিন মাসে তিন কোটি ৭৪ লাখ আইফোন ও এক কোটি ৯৫ লাখ ইউনিট আইপ্যাড বিক্রি করেছে অ্যাপল।

সূত্র: বার্তা সংস্থা রয়টার্স।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2023