গ্যালারী থেকে: অষ্টম বাংলাদেশ গেমসের উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠানের বাজেট সাড়ে ১১ কোটি, ৮ কোটি বা সাড়ে ৭ কোটি টাকা নিয়ে যে বিতর্কই থাকুক না কেন সাভার ট্র্যাজেডির কারণে শেষ পর্যন্ত সমাপনী পর্ব বাদ দিয়েছে আয়োজক বিওএ।
উদ্বোধনী অনুষ্ঠানের মত বড় পরিসরে না হলেও সমাপনীতেও কিছুটা জাকজমক করার পরিকল্পনা ছিল। কিন্তু সাভার ট্র্যাজেডির কারণে সেই ‘সামান্য’ জাকজমকটাও বাদ দিয়েছে বিওএ। সিদ্ধান্ত চুড়ান্ত হয়েছে গতকাল গেমস শেষ হওয়ার দুদিন আগে। সাভারের দূর্ঘটনার পর এখন সমাপনী অনুষ্ঠানটা হচ্ছে না।
Leave a Reply