এখনকার শিশুরা খুব দ্রুতই ‘বড়’ হয়ে উঠছে। সময়ের আগেই শিশুকাল পেরিয়ে যাচ্ছে তারা। সাম্প্রতিক এক গবেষণায় বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের শিশুরা আগের প্রজন্মগুলোর তুলনায় আগেভাগেই বয়ঃসন্ধিতে উপনীত হচ্ছে। এতে বলা হয়, শুধু মেয়ে শিশু নয়, ছেলেরাও এখন অল্প বয়সেই পরিপকস্ফতার দিকে ধাবিত হয়।
২০০৫ ও ২০১০ সালের মধ্যে পর্যবেক্ষণ করা কিছু শিশুর তথ্যের সঙ্গে কয়েক দশক আগের ডাটার তুলনা করে গবেষকরা দেখতে পান, এ সময়ের শিশুরা ছয় মাস থেকে দুই বছর আগেই পরিপকস্ফতা অর্জন করে ফেলছে। যৌনাঙ্গের পরিপূূর্ণতার ভিত্তিতে এ সিদ্ধান্তে আসেন গবেষকরা। বয়ঃসন্ধিতে উপনীত হওয়ার বয়স কেন এগিয়ে আসছে তা বুঝতে এ গবেষণা সাহায্য করবে গবেষকদের। গতকাল শনিবার পেডিয়াট্রিকস নামের শিশুবিষয়ক একটি সাময়িকীতে গবেষণার ফল প্রকাশিত হয়েছে। প্রধান গবেষক বলছেন, এ তথ্য উদ্ঘাটন মা-বাবাদেরও কাজে লাগবে। তারা বুঝতে পারবেন কখন সন্তানের সঙ্গে শারীরিক পরিবর্তন নিয়ে কথা বলতে হবে। শারীরিকভাবে পরিপকস্ফ হয়ে গেলেও মানসিক বা সামাজিকভাবে শিশুরা পরিপকস্ফ হয় না বলেও জানান তারা। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ গবেষণাটি করেন।
Leave a Reply