নাজমুল হোসেন : ইউরোপের দেশ সুইডেনের রাজধানী স্টকহোমের একটি পৌর কর্তৃপক্ষ মসজিদের মিনার থেকে আজান দেয়ার অনুমতি দিয়েছে। শুক্রবার স্টকহোমের ফিট্টাজা মসজিদের মিনার থেকে জুমার নামাজের আজান দেয়া হয়। ইউরোপে মিনার থেকে এই প্রথম আজান দেয়া হলো।
স্টকহোমের মুসলিম অধ্যুষিত বটকিরকা পৌরসভার ইসলামিক কালচারাল সেন্টার গত বছর জুমার নামাজের জন্য মিনারের মাইক থেকে আজান দেয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিল। পৌর কর্তৃপক্ষ সর্বসম্মতিতে অনুমোদন করে এই আবেদন। শুক্রবার ইউরোপে মিনার থেকে প্রথম আজানের সাক্ষী হতে পুরো সুইডেন থেকে বহু মুসলমান ফিট্টাজা মসজিদের প্রাঙ্গণে জড়ো হন। এ ঘটনা সুইডেনের মিডিয়াগুলোতেও ব্যাপক প্রচার পায়।
সুইডিশ মিডিয়া মিনার থেকে আজান দেয়ার ঘটনা গুরুত্বের সঙ্গে প্রচার করে। বটকিরকা মুসলিম অভিবাসী অধ্যুষিত একটি এলাকা। সুইডেনে প্রায় সাড়ে চার লাখ মুসলমান বাস করে। দেশটির জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলমান।
Leave a Reply