হজরত শাহজালাল (র.)-এর দরগাহের মোতাওয়াল্লি (প্রধান তত্ত্বাবধায়ক) সরেকম ইউসুফ আমান উল্লাহ (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। ১৯৭৬ সালে তাঁর বাবা এ জেড আবদুল্লাহ মারা যাওয়ার পর থেকে তিনি দরগাহের মোতাওয়াল্লির দায়িত্ব পালন করে আসছিলেন।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সোমবার জোহরের নামাজের পর মাজার প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply