শামীমা আক্তার সিলেট থেকে: রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের মেয়াদ সেপ্টেম্বর-অক্টোবরে শেষ হচ্ছে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নতুন জনপ্রতিনিধি নির্বাচনে ভোট আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। তাই একত্রে রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সোমবার নির্বাচনের এই সময়সূচি ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে ১২ মে পর্যন্ত মনোনয়পত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১৫ ও ১৬ মে। আর মনোনয়ন প্রত্যাহার করতে হবে ২৬ মের মধ্যে। এই চার সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০৮ সালের ৮ অগাস্ট।
এদিকে, সিলেট আওয়ামীলীগ এ্ররই মধ্যে তাদের মনোনীত প্রার্থী নির্বাচন করছে। বরাবরের মতো বর্তমান মেয়র বদর উদ্দিন আহমদ কামরান একক ভাবে যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছে। সিলেট আওয়ামীলীগ নেতাদের মতে বিএনপিতক ঘায়েল করতেই এটা তাদের কৌশল যোগ্য প্রার্থী দিয়ে আওয়ামীলীগকে সিলেট তাদের আসন ক্ষমতাসীন রাখা।
Leave a Reply